ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহল গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনা সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও মহেশপুর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি টহল দল গাড়িতে করে মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক বেলেঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়িটিকে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর গাড়িটি সড়কের পাশের একটি বাঁশবাগানে পড়ে যায় এবং চারজন সেনা সদস্য আহত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও অন্য সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মহেশপুর সেনা ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সেনা সদস্যরা সামান্য আহত হয়েছেন। এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ট্রাকের চালক পলাতক রয়েছে, তবে ট্রাকটি পুলিশ আটক করেছে।
ডিবিসি/আরএসএল