ঝিনাইদহে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। চলতি বছর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শুধু সদর হাসপাতালেই চিকিৎসা নিয়েছে ১২৩ শিশু।
গত বছর চিকিৎসা নিয়েছে ২৮৯ শিশু। এজন্য কৃষক ও অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করছেন চিকিৎসকরা। সতর্ক থাকার আহ্বান তাদের।
কেউ শুয়ে ফ্লোরে, কেউ কোলে, কারো চলছে স্যালাইন। ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিভাগে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে এসব শিশু।
এদের কেউ তারপিন খেয়ে, আবার কেউ কীটনাশকের বোতলে পানি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। অসচেতনতার কারনেই ঘটছে এমন ঘটনা। যেখানে সেখানে কিটনাশক ও বিষাক্ত পদার্থের বোতল ফেলে রাখায় সহজেই আকৃষ্ট হচ্ছে শিশুরা।
বিষক্রিয়া বেশি হলে শিশুর মৃত্যুও হতে পারে, দেখা দিতে পারে শারীরিক জটিলতা বলছেন বিশেষজ্ঞরা।
ডিবিসি/ এইচএপি