সংস্কারের অভাবে ঝুঁকি নিয়েই কুড়িগ্রামের শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে চলছে পাঠদান। প্রায়ই খসে পড়ছে ভবনের পলেস্তারা। শঙ্কা নিয়ে শিক্ষকরা কোন রকমে পাঠদান করলেও অবিভাবকরা থাকেন দুঃচিন্তায়।
ক্লাসরুমই যেখানে প্রাথমিকের কোমলমতি শিশুদের আতঙ্কের কারণ। এটি কুড়িগ্রামের সুভারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র।
প্রায়ই খসে পড়ছে ভবনের পলেস্তারা। ছাদ থেকে পড়ছে ইট সুরকি। ২০০১ সালে নতুন ভবন নির্মাণের পর মাঝে মধ্যেই রঙের কাজ হলেও হয়নি সংস্কার। এ অবস্থাতেই ভয় আর শঙ্কা নিয়ে কোন রকমে চলে পাঠদান।
জেলার ১২৪০টি শিক্ষা প্রতিষ্ঠনের শতাধিকের চিত্র প্রায় একই। দুশ্চিন্তায় শিক্ষক ও অভিভাবকেরা। কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ঝুঁকিপুর্ণ বিদ্যালয়গুলোর সংস্কারের চেষ্টা চলছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। তারা বলছেন, দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও, জুলাই অভ্যুত্থানকে নীতি নির্দেশক মেনে সবাইকে এগিয়ে আসতে হবে।
ডিবিসি/ এইচএপি