শীতকালীন ঝড় 'বাইরন'-এর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ধ্বংসপ্রাপ্ত ভবন ও অস্থায়ী তাঁবুগুলো ধসে পড়ায় এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু। তীব্র শীতে হাইপোথার্মিয়া ও ঠান্ডাজনিত জটিলতায় প্রাণ হারাচ্ছে শিশুরা।
উত্তর গাজার বীর আন নাজা ও রেমাল এলাকায় দেয়াল ধসে হতাহতের ঘটনা ঘটেছে।
বেইত লাহিয়া ও জাবালিয়াতে হাঁটুসমান পানিতে ডুবে আছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো। উপকূলীয় এলাকায় সমুদ্রের কাছাকাছি স্থাপিত তাঁবুগুলো এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে, যা যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর দুর্ভোগ চরম পর্যায়ে নিয়ে গেছে।
ডিবিসি/আরএসএল