বাংলাদেশ, জেলার সংবাদ

টইটম্বুর পদ্মায় ফিরল কুমির, বদলাচ্ছে রাজশাহীর পরিবেশ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ দুই দশক পর আবারও আপন চেহারা ফিরে পেয়েছে প্রমত্তা পদ্মা। পানির তোড়ে ভেসে গেছে রাজশাহী শহর ছুঁয়ে গড়ে ওঠা বিশাল বালুচর, ফলে দেড় দশক পর নদী আবারও শহরের খুব কাছে চলে এসেছে।

গত ছয় মাস ধরে পানিতে টইটম্বুর থাকায় পদ্মায় কয়েক যুগ পর দেখা মিলেছে বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমিরসহ নানা জলজ প্রাণীর।

 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, ৫ বছর পর গত ১৪ ও ১৫ই আগস্ট পানি সতর্কসীমায় পৌঁছায় এবং ২৫শে নভেম্বর পানির উচ্চতা ছিল ১১ দশমিক ২৬ মিটার, যা গত বছরের তুলনায় বেশি।

 

গবেষকদের মতে, গঙ্গা বা পদ্মা অববাহিকায় এবং ভারতের উত্তর প্রদেশে অত্যধিক বৃষ্টি ও বন্যার কারণে নভেম্বর মাসেও পানির এমন প্রবাহ বজায় আছে।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. ইয়ামিন হোসেন, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. গোলাম মোস্তফা এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক লতিফুর রহমান সরকার জানান, পানির ধারণ ক্ষমতা বাড়ায় ২০১৫ সালে বিলুপ্ত হওয়া মিঠাপানির কুমির গত ১৬ই অক্টোবর আবারও দেখা গেছে, সেই সঙ্গে বেড়েছে মাছ ও জলজ প্রাণীর উপস্থিতি।

 

নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী মনে করেন, পদ্মার এই প্রাণোচ্ছল রূপ ধরে রাখতে পারলে নদীতীরের মানুষ ও অর্থনীতি সমৃদ্ধ হবে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন