বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
শনিবার (১৭ই মে) সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। শ্রমিকরা জানান, গত কয়েক দিন ধরে কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিক বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানায় কর্তৃপক্ষের কাছে।
তবে কারখানার কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এরই জেরে সকালে বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। একঘন্টা পর পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শ্রমিকরা। গাজীপুরের টঙ্গী জোনের শিল্প পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন জানান, শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।
ডিবিসি/ রাসেল