বাংলাদেশ, রাজধানী

টঙ্গীতে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২৫শে আগস্ট ২০২৫ ১২:২৭:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের টঙ্গী এবং ঢাকার আব্দুল্লাহপুরকে সংযোগকারী তুরাগ নদের উপর একটি বেইলি ব্রিজ পুনঃস্থাপনের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

সোমবার (২৫শে আগস্ট) সকাল ১০টা থেকে প্রায় এক ঘন্টাব্যাপী এই অবরোধের কারণে ফ্লাইওভারের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

সকাল ১০টার দিকে টঙ্গী বাজার ও উত্তরার শত শত ব্যবসায়ী এবং এলাকাবাসী টঙ্গী বাজার সংলগ্ন বিআরটি ফ্লাইওভারের উপর অবস্থান নেন। অবরোধকারীরা বলেন, টঙ্গী বাজার একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। কিন্তু তুরাগ নদের উপর সরাসরি কোনো সংযোগ সেতু না থাকায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্রেতা ও মালামাল পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, যার ফলে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও টঙ্গী বাজার ব্যবসায়ী সমিতির নেতা আব্দুস সাত্তার, নাসির উদ্দিন, বশির বেপারীসহ কয়েকশ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন।

 

বক্তারা বলেন, "প্রাচীনকাল থেকে টঙ্গী বাজার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। বেইলি ব্রিজ না থাকার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন, সরকার হারাচ্ছে রাজস্ব। জনসাধারণের চলাচলও বিঘ্ন ঘটছে। তাই সরকারের কাছে টঙ্গী বাজার ও এলাকাবাসীর জোর দাবি- তুরাগ নদের উপর যেন দ্রুত বেইলি ব্রিজ নির্মাণ করা হয়।"

 

অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা-টঙ্গী অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা ফ্লাইওভার থেকে নিচের সড়কেও ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বেলা ১১টার দিকে ব্যবসায়ীরা তাদের অবরোধ তুলে নিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

 

এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) টঙ্গী সাব-ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে বলেন, "এটি সেতু বিভাগের কাজ। তারপরও আমরা বিষয়টি সম্পর্কে তাদেরকে অবহিত করব।"

 

উল্লেখ্য, এর আগেও গত ১লা মার্চ একই দাবিতে টঙ্গী বাজারের ব্যবসায়ীরা বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন করেছিলেন। বিআরটি প্রকল্পের জন্য আগের সেতু ভেঙে ফেলার পর নির্মিত অস্থায়ী বেইলি ব্রিজটিও ভেঙ্গে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন