দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ইউরোপীয় ফুটবলের মৌসুম শুরুর শিরোপা নিজেদের করে নিয়েছে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)।
ইতালিতে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপের ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। এই জয়ে ২০২৫ সালে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলল পিএসজি।
ম্যাচের ৮৫ মিনিটে পিএসজির হয়ে ব্যবধান কমান বদলি খেলোয়াড় লি কাং-ইন। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আরেক বদলি খেলোয়াড় গনসালো রামোসের গোলে সমতায় ফেরে দল। পেনাল্টি শুটআউটে নুনো মেন্দেসের জয়সূচক গোলে শিরোপা নিশ্চিত হয় পিএসজির।
পিএসজি অধিনায়ক মার্কিনিওস বলেন, ‘আমি গর্বিত। আমাদের খুব বেশি প্রস্তুতি ছিল না, কিন্তু আপনারা দেখেছেন ফুটবল শুধু শারীরিক নয়, মানসিক বিষয়ও। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর তারা রক্ষণাত্মক হয়ে পড়েছিল, আর পিএসজিকে এভাবে আক্রমণের সুযোগ দেওয়াটা বিপজ্জনক।’
সুপার কাপের এই ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী (পিএসজি) এবং ইউরোপা লিগ বিজয়ী (টটেনহ্যাম) দলের মধ্যে অনুষ্ঠিত হয়। ম্যাচের প্রথমার্ধে ৩৯ মিনিটে মিকি ফন ডি ভেনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটে দলের নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর গোলে ব্যবধান দ্বিগুণ করে ইংলিশ ক্লাবটি।
তবে শেষদিকে দারুণভাবে ম্যাচে ফেরে পিএসজি। লি ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে একটি গোল করেন এবং উসমান দেম্বেলের ক্রস থেকে হেড করে রামোস সমতা ফেরান।
শুটআউটে পিএসজির প্রথম শটটি ভিতিনিয়া মিস করলেও, এরপর তারা টানা চারটি গোল করে। অন্যদিকে, টটেনহ্যামের হয়ে ফন ডি ভেন এবং ম্যাথিস টেল গোল করতে ব্যর্থ হন।
ম্যাচ শেষে টটেনহ্যামের নতুন ম্যানেজার টমাস ফ্রাঙ্ক বলেন, ‘আমার মনে হয় আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খুব ভালো একটি ম্যাচ খেলেছি। পেনাল্টি শুটআউট অনেকটা ভাগ্য পরীক্ষার মতো।’
উল্লেখ্য, গত মৌসুমে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান এবং কুপ ডি ফ্রান্স জিতে ট্রেবল সম্পন্ন করেছিল।
ডিবিসি/এনএসএফ