অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ 'এ' দল। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকা পয়েন্ট টেবিলের শীর্ষ দল নর্দান টেরিটরির মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার ডারউইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
এর আগে খেলা তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৭৯ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে অবশ্য নেপালের বিপক্ষে ৩২ রানের জয়ে ঘুরে দাঁড়িয়েছিল তারা। তবে পার্থ স্কোর্চার্সের একাডেমি দলের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে আবারও ৫ উইকেটে হেরে যায় নুরুল হাসান সোহান-নাঈম শেখরা।
অন্যদিকে, বাংলাদেশ 'এ' দলের প্রতিপক্ষ নর্দান টেরিটরি এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের কোনোটিতেই হারেনি দলটি। ১১ দলের এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে সবার শীর্ষে অবস্থান করছে তারা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান।
ডিবিসি/এমএআর