খেলাধুলা, ক্রিকেট

টপ এন্ড টি-২০ সিরিজ খেলতে কাল অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৬ই আগস্ট ২০২৫ ০৮:০৩:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল কাল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হচ্ছে। দলের প্রথম বহরটি বৃহস্পতিবার এবং দ্বিতীয় বহরটি শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবে।

সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, তারা শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য যাচ্ছেন না, বরং টুর্নামেন্টের ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন।


অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি ক্রিকেট আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে। ১১ দলের এই আসরে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান শাহিনস ও নেপালের জাতীয় দল অংশ নেবে। 

 

সিরিজের সবগুলো ম্যাচ ডারউইনে অনুষ্ঠিত হবে। আগামী ১৪ই আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের টুর্নামেন্ট শুরু করবে। 

 

উল্লেখ্য সফরে টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও একটি চার দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন