খেলাধুলা, ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে জানুয়ারী ২০২৪ ০৭:২৪:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়রথ অব্যাহত রাখতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে আগের ম্যাচের পরাজয় ভুলে ঘুরে দাঁড়াতে চায় ফরচুন বরিশাল।

আজ শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

চলতি বিপিএলে ৩ ম্যাচ শেষেই ঢাকা ছাড়েন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। তার বদলে আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদকে একাদশে টেনেছে তারা। পাশাপাশি সেরা একাদশে ফিরেছেন তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি। ক্যারিবীয়ান ইয়ানিক ক্যারিয়াহকেও রাখা হয়েছে।

ঢাকা পর্বে দুটি ম্যাচ হেরেছে তামিমরা। অন্যদিকে তিন ম্যাচে দুই জয়ে টেবিলের তিন নম্বরে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই দুই দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ আজকের ম্যাচ।

ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইয়ানিক ক্যারিয়াহ, তাইজুল ইসলাম, দুনিথ ওয়েলালাগে, আব্বাস আফ্রিদি ও কামরুল ইসলাম রাব্বি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-
আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরানউজ্জামান (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), কুর্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন