পাকিস্তান সফরে গ্রীন সিগনাল পেয়েছে টাইগাররা। তবে, বাংলাদেশের ম্যাচগুলো সীমান্তবর্তী শহরে আয়োজন না করতে পিসিবিকে পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ভারত-পাকিস্তান সংঘাতের জেরে অনিশ্চিত হয়ে পড়েছিল বাংলাদেশের পাকিস্তান সফর। পিছিয়ে যায় টি টোয়েন্টি সিরিজ। তবে যুদ্ধবিরতি ঘোষণার পর এই সিরিজ নিয়ে আবারও শুরু হয় আলোচনা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে পাকিস্তান সফরের জন্য সবুজ সংকেত দেয় সরকার।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এরপরই পাকিস্তান সফরে যাওয়ার কথা টাইগারদের। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পাশাপাশি পাকিস্তানের সীমান্তবর্তী শহরে সিরিজ আয়োজন না করার পরামর্শ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।
বাংলাদেশের পাকিস্তান সফরের পাশাপাশি ক্রীড়া উপদেষ্টা মুখ খুলেছেন অন্যান্য ক্রীড়াক্ষেত্রে স্থবিরতা নিয়েও। যদিও ক্রীড়াঙ্গনে গতিশীলতা আনতে কিছু ফেডারেশনে অ্যাডহক কমিটি দেয়া হয়েছে। দ্রুতই বাকী ফেডারেশনগুলোতেও এই কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বাংলাদেশের তরুণদের ক্ষমতায়ন ও যুব কেন্দ্রিক নীতিমালা জোরদারে জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ডিবিসি/নাসিফ