টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বেঙ্গালুরুতে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আগামী ২৮ জানুয়ারি দেশ ছাড়বে লিটন দাসের দল। সূচি এখনো চূড়ান্ত না হলেও ২ ও ৪ ফেব্রুয়ারি ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিপিএল শেষ করে বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে এটাই টাইগারদের শেষ ঝালিয়ে নেওয়ার সুযোগ। বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায় বিপিএলকেই প্রস্তুতির মূল মাধ্যম হিসেবে দেখছে বিসিবি।
বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, বিশ্বকাপের আগে দীর্ঘ বিপিএলের কারণে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিপিএল চলাকালীন একজন ফিজিও সার্বক্ষণিকভাবে জাতীয় দলের ক্রিকেটারদের পর্যবেক্ষণ করবেন। কোনো ক্রিকেটারের ওপর অতিরিক্ত ধকল গেলে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে তাকে বিশ্রামের ব্যবস্থাও করবে বোর্ড।
এদিকে, এফটিপি অনুযায়ী মার্চ-এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ হওয়ার কথা থাকলেও তাতে পরিবর্তন এসেছে। পিএসএলের কারণে সিরিজটি দুই ধাপে অনুষ্ঠিত হবে। বিসিবি’র ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, প্রথম ধাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং পিএসএল শেষ হওয়ার পর লাল বলের বা টেস্ট সিরিজটি মাঠে গড়াতে পারে।
ডিবিসি/ এসএফএল