খেলাধুলা, ক্রিকেট

টাইগার দলে টানা তিন টি-২০ সিরিজ জয়ের আনন্দ

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৪:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শ্রীলঙ্কা এবং পাকিস্তানের পর এবার নেদারল্যান্ডসকে হারিয়ে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। সোমবার (১লা সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ডাচদের ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে লিটন দাসের দল। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।

এদিন টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা। ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে নয় নম্বরে নামা আরিয়ান দত্তের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাসুম আহমেদ। দলে ফিরেই নিজের প্রথম ওভারের দুই বলে পরপর উইকেট সহ মোট তিনটি উইকেট শিকার করেন তিনি। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান দুটি করে উইকেট লাভ করেন।

 

১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই সাবলীল ছিল। ওপেনার তানজিদ হাসান তামিমের অপরাজিত ৫৪ রানের ইনিংসে ভর করে দল সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আরেক ওপেনার পারভেজ ইমন ২৩ রান করে আউট হলেও অধিনায়ক লিটন দাস অপরাজিত ১৮ রান করে তামিমকে সঙ্গ দেন। তাদের দুজনের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে বাংলাদেশ ১৩.১ ওভারেই মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নেয়। 

 

দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন নাসুম আহমেদ।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন