ঘোষণা জুকারবার্গের

টাকা দিয়ে কিনতে হবে ফেসবুকের ব্লু ব্যাজ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২০শে ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৩২:০৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সুখবর দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ।

এখন থেকে অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে পারবেন। রবিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এমন ঘোষণা দেন মার্ক জুকারবার্গ।

তার ঘোষণা অনুযায়ী, মাসিক নির্দিষ্ট অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের নামের পাশে নীল ব্যাজ (ব্লু ব্যাজ) চিহ্ন পাবেন ব্যবহারকারীরা।

ফেসবুকে দেওয়া পোস্টে জুকারবার্গ লিখেন, শুভ সকাল এবং নতুন পণ্যের ঘোষণা: চলতি সপ্তাহে আমরা মেটা ভেরিফায়েড চালু করতে যাচ্ছি। সাবস্ক্রিপশন পরিষেবার ভিত্তিতে ব্যবহারকারী সরকারি আইডি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই এবং ব্লু ব্যাজ নিতে পারবেন। এর মাধ্যমে যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করা হয়, তাদের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা এবং গ্রাহক সহায়তায় সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।

আর এই নতুন ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবাজুড়ে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জুকারবার্গ। ফেসবুকের এই প্রধান নির্বাহী বলেন, ‘ওয়েবে মেটা ভেরিফায়েড মাসে ১১ দশমিক ৯৯ ডলার আর আইওএসে ১৪ দশমিক ৯৯ ডলারে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশি এক হাজার ২৫৭ টাকার বিনিময়ে মিলবে ফেসবুকের নীল ব্যাজ (ব্লু ব্যাজ)।’

তবে এই পরিষেবা প্রাথমিকভাবে দুটি দেশে চালু করা হবে বলে জানিয়েছেন জুকারবার্গ। তিনি আরও বলেন, ‘চলতি সপ্তাহে আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই সেবা চালু করব। তবে শিগগিরই আরও দেশে অর্থের বিনিময়ে নীল ব্যাজ প্রদানের পরিষেবা চালু করা হবে।’

এর আগে, গত বছর রাজস্ব বৃদ্ধির নতুন উৎস হিসাবে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট এবং বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রাম পেইড সাবস্ক্রিপশন পরিষেবা চালু করে।

আরও পড়ুন