বাংলাদেশ, অপরাধ, রাজধানী

টাকা চুরি নিয়ে বিবাদে মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই ডিসেম্বর ২০২৫ ০৫:০২:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে রাজধানীর মোহাম্মদপুরে প্রথমে মা ও পরে মেয়েকে খুন করে গৃহকর্মী আয়েশা।

আলোচিত এই জোড়া খুনে অভিযুক্ত গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বীকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, নৃশংস এই হত্যাকাণ্ডের ৩ দিনের মাথায় সাভার, বরিশাল ও সবশেষ ঝালকাঠিতে তার দাদাশ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের তদন্তে উঠে এসেছে, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২ হাজার টাকা চুরি করে। বিষয়টি নিয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লায়লা আফরোজ তাকে পুলিশে দেওয়ার কথা বললে আয়েশা মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করে। খুনের পর সে বাসা থেকে ল্যাপটপ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে এবং সন্দেহ এড়াতে স্কুলড্রেস পরে পালিয়ে যায়।

 

ডিএমপি’র তেজগাঁও বিভাগের ডিসি মো. ইবনে মিজান ও অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম জানান, এর আগেও একাধিকবার চুরির অভিযোগ ছিল আয়েশার বিরুদ্ধে। চলতি বছরের জুলাই মাসে ৮ হাজার টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় তার নামে অভিযোগ করা হয়েছিল। সেই ঘটনার সূত্র ধরে পাওয়া একটি মোবাইল নম্বরের মাধ্যমেই তাকে শনাক্ত করা হয়। এমনকি নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উল্লেখ্য, গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন