বাংলাদেশ, জেলার সংবাদ

টাঙ্গাইলের মির্জাপুরে গুলি করে মহিষ ব্যবসায়ীদের ৮০ লাখ টাকা ডাকাতি

সিনিয়র রিপোর্টার, টাঙ্গাইল

ডিবিসি নিউজ

শনিবার ২২শে মার্চ ২০২৫ ০৯:০৫:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের মির্জাপুরে গুলি করে মহিষ ব্যবসায়ীদের ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২শে মার্চ) সন্ধ্যায় গোড়াই-সখীপুর সড়কের উপজেলার বাশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মহিষ ব্যবসায়ীরা হলেন, রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া।

 

ব্যবসায়ীরা জানান, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাইতলা গরু মহিষের হাটে শনিবার ভুক্তভোগী ব্যবসায়ীরা ২৮টি মহিষ বিক্রি করে সন্ধায় প্রাইভেটকারযোগে বাড়ি ফিরছিলেন। পথে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি হাইচগাড়ি ব্যবসায়ীদের প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ছুড়ে। পরে ছিনতাইকারীরা প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা দুটি ব্যাগ ভর্তি ৮০ লাখ টাকা নিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিয়ে ডাকাতরা খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ব্যবসায়ীদের।


খবর পেয়ে মির্জাপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে যান।


মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন