বাংলাদেশ, জেলার সংবাদ

টাঙ্গাইলে একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি রনি গ্রেপ্তার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৯শে সেপ্টেম্বর ২০২১ ১১:৪১:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলে একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি কোয়াটার রনিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল পুলিশ। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পুলিশ।

২০১২ সালে কোয়াটার রনি ও তার সহযোগীরা জেলার পিচুরিয়া এলাকা থেকে শামীম ও মামুন নামের দুইজনকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় রনির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়।

এছাড়া কোয়াটার রনির বিরুদ্ধে আরও দুইটি খুন, ৪টি অস্ত্র মামলাসহ আরো তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও সে সদর থানায় দায়ের হওয়া ছিনতাই মামলার আসামি।  

আরও পড়ুন