টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি নিয়ন্ত্রণহীন ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক এবং একজন মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া উভয় গাড়িতে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত ট্রাক চালকের নাম সোহেল। তিনি শেরপুর জেলার বাসিন্দা। নিহত অপর ব্যক্তি হলেন মুরগি ব্যবসায়ী আমিনুর, যার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা হাঁস-মুরগি বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কান্দিলা বাইপাস এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের চালক সোহেল ও ট্রাকে থাকা মুরগি ব্যবসায়ী আমিনুর প্রাণ হারান।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ডিবিসি/এএমটি