বাংলাদেশ, জেলার সংবাদ

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬শে ডিসেম্বর) সন্ধ্যায় মির্জাপুরের গোড়াই এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) এবং তাঁদের আট মাসের শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম।

 

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোড়াই এলাকায় রাস্তার পাশে প্রাইভেটকারটি থামানো হলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও শিশু কন্যা নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন