বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে এবং তাদের সাথে খাবার খেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল শহরের ধুলেরচর মাদ্রাসায় সাড়ে ৪ শতাধিক এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এসময় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সুলতান সালাউদ্দিন টুকু জানান, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করেছেন, তাই এতিমদের খাওয়ানোর আয়োজন করা হয়েছে।
ডিবিসি/ এইচএপি