টানা সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসেভেনি। শনিবার (১৭ জানুয়ারি) উগান্ডার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৮১ বছর বয়সী মুসেভেনি মোট ভোটের ৭১ দশমিক ৬৫ শতাংশ পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।
নির্বাচনে মুসেভেনির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ৪৩ বছর বয়সী জনপ্রিয় পপ গায়ক ও রাজনীতিক ববি ওয়াইন (যার প্রকৃত নাম রবার্ট কিয়াগুলানি)। তিনি মোট ভোটের মাত্র ২৪ দশমিক ৭২ শতাংশ পেয়েছেন। তবে নির্বাচনের এই ফলাফল ঘোষণার আগেই বিরোধী শিবির থেকে বড় ধরনের অভিযোগ ও নাটকীয় ঘটনার খবর পাওয়া গেছে।
নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক আগের দিন, অর্থাৎ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা ববি ওয়াইনকে তার নিজ বাসভবন থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ববি ওয়াইনের রাজনৈতিক দল ‘ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম’ (এনইউপি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, রাজধানী কাম্পালায় ওয়াইনের বাসভবনে হঠাৎ একটি সামরিক হেলিকপ্টার অবতরণ করে।
এরপর সেনাবাহিনী তাকে জোরপূর্বক তুলে অজ্ঞাত গন্তব্যে নিয়ে যায়। এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকেই তাকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশটিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রেখেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলেছিলেন ববি ওয়াইন। তিনি তার সমর্থকদের এই অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভে নামারও আহ্বান জানিয়েছিলেন। নির্বাচনের ফলাফল ও বিরোধী নেতার আটকের ঘটনায় উগান্ডার রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি