বাংলাদেশ, জাতীয়, রাজধানী

টানা ৯ দিনের ছুটি শেষ, অফিস খুলছে কাল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৫ই এপ্রিল ২০২৫ ০৪:৩৬:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল রবিবার (৬ই এপ্রিল) থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। ফলে প্রিয়জনদের সঙ্গে ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষজন।

রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চঘাট ও বাস টার্মিনালগুলোতে ঈদ শেষে বাড়ি থেকে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে।

 

ঈদের আগে ২৭শে মার্চ (বৃহস্পতিবার) ছিল এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। শুক্রবার (২৮শে 

মার্চ) থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি।

 

এর আগে গত ২০শে মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩রা এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এজন্য টানা ৯ দিনের ছুটি মিলে। চাঁদ দেখার ওপর নির্ভর করে গত ৩১শে মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। তবে সরকারি ছুটির তালিকা আগেই নির্ধারণ করা ছিল।

 

উপদেষ্টা পরিষদ গতবছরের ১৭শে অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১শে অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১শে মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০শে মার্চ (শনিবার ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২রা এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ছিল। ২৮শে মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি।

 

অন্যদিকে, ৩রা এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা এবার টানা ৯ দিন ছুটি ভোগ করছেন। কারণ ৩রা এপ্রিলের পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক বন্ধ। সেক্ষেত্রে সবমিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করছেন সরকারি চাকরিজীবীরা।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন