আন্তর্জাতিক, আমেরিকা

টিকটক বিক্রি করবেন ট্রাম্প, খুঁজে পেয়েছেন অত্যন্ত ধনী ক্রেতা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৩০শে জুন ২০২৫ ১০:৪৩:৫৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটকের মার্কিন কার্যক্রম কেনার জন্য ক্রেতা পাওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার ঝুঁকির অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করার আইনের পর থেকেই এর বিক্রি নিয়ে দীর্ঘসূত্রিতা চলছিল।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "অত্যন্ত ধনী ব্যক্তিদের" একটি গোষ্ঠী প্ল্যাটফর্মটি কিনতে ইচ্ছুক। ক্রেতাদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আমি আপনাদের প্রায় দুই সপ্তাহের মধ্যে জানাব।"

 

এই বিক্রির জন্য চীনা সরকারের অনুমোদনের প্রয়োজন হবে, তবে ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, তিনি মনে করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং "সম্ভবত এটি অনুমোদন করবেন।"

 

উল্লেখ্য, টিকটকের মালিকানা মার্কিন কোনো কোম্পানির কাছে হস্তান্তরের জন্য তৈরি একটি আইনের প্রয়োগ এ মাসেই তৃতীয়বারের মতো পিছিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ সময়সীমা অনুযায়ী, টিকটকের মূল সংস্থা বাইটড্যান্সকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে প্ল্যাটফর্মটি বিক্রি করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে হবে।

 

এর আগে এপ্রিলে একজন আমেরিকান ক্রেতার কাছে টিকটক বিক্রির একটি চুক্তি ভেস্তে গিয়েছিল, যখন ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে হোয়াইট হাউস এবং চীনের মধ্যে বিরোধ দেখা দেয়। ট্রাম্প এখন যে নতুন ক্রেতার কথা বলছেন, তারা তিন মাস আগের সেই একই গোষ্ঠী কিনা, তা স্পষ্ট নয়।

 

তথ্যসূত্র বিবিসি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন