টিকটক ভিডিও দেখা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনায় লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জুন) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধে নাম-আব্দুল কুদ্দুস (৭০)। তিনি কুড়িপাড়া গ্রামের বয়েজ প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, নিহত আব্দুল কুদ্দুসের নাতি সাদ্দাম হোসেন তার বন্ধুদের নিয়ে প্রতিবেশীর ঘরে টিকটক ভিডিও দেখছিল। ভিডিও দেখার সময় তারা জোরে শোরগোল করছিল। এ সময় প্রতিবেশী মোতালেবের স্ত্রী তাদের চিৎকার শোরগোল করতে নিষেধ করেন। কিন্তু তারা কথা না শুনে আরও জোরে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে মোতালেব এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারি শুরু হয়। এসময় সাদ্দামেরর নানা আব্দুল কুদ্দুস ও মামারা এগিয়ে আসেন। তারাও মারামারিতে জড়িয়ে পড়েন। দুপক্ষের মারামারিতে লাঠির আঘাতে আব্দুল কুদ্দুস মারা যান।
সিরাজগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ডিবিসি নিউজকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/কেএমএল