খেলাধুলা, ক্রিকেট

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে জুলাই ২০২৫ ০৫:১৬:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, ১৭ ধাপ এগিয়ে এখন তিনি যুগ্মভাবে নবম স্থানে উঠে এসেছেন। তার সঙ্গে একই অবস্থানে রয়েছেন ভারতের তরুণ পেসার অর্শদীপ সিং, দুজনের রেটিং পয়েন্টই ৬৫৩।

২০২১ সালের অক্টোবরের পর এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের শীর্ষ দশে জায়গা করে নিলেন মোস্তাফিজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৬ রানে ২ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ১৫ রানে ১ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আটে কোনো পরিবর্তন হয়নি। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এখনো শীর্ষে, ইংল্যান্ডের আদিল রশিদ দ্বিতীয় এবং ভারতের বরুণ চক্রবর্তী রয়েছেন তিন নম্বরে।
 

বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন। স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। প্রথম ম্যাচে ৩৭ রানে ১ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ২৫ রানে ২ উইকেট নেওয়া মেহেদীর এই উন্নতি বোলিংয়ের পাশাপাশি অলরাউন্ডারদের তালিকাতেও প্রতিফলিত হয়েছে—যেখানে তিনি ১৩ ধাপ এগিয়ে এখন ৩৫ নম্বরে। তানজিম হাসান সাকিবও দুর্দান্ত বোলিং করে ৯ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ২ উইকেট নেওয়া এই তরুণ পেসার বাংলাদেশের পেস আক্রমণে আশার আলো। শরীফুল ইসলামও ১৪ ধাপ এগিয়ে এখন ৪৩তম, দ্বিতীয় ম্যাচে মাত্র ১৭ রানে ৩ উইকেট নেওয়ায় এই উন্নতি।
 

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও এসেছে দৃশ্যমান উন্নতি। বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ১৮ ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে, যার রেটিং ৫৫৭—বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। হৃদয়ও উন্নতি করেছেন ২ ধাপ, ৩৯ নম্বরে পৌঁছে যৌথভাবে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে ৪৮ বলে ৫৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলে নিজেকে জানান দিয়েছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনিক। এই পারফরম্যান্সের মাধ্যমে ১৮ ধাপ এগিয়ে এখন তিনি ৫৩ নম্বরে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।
 

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ৪ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ উন্নতি করে ৩৫তম স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মেহেদী। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন রোস্টন চেইস। ৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২ নম্বরে উঠে এসছেন এই ক্যারিবিয়ান তারকা। আর এক নম্বর জায়গাটি আছে ভারতের হার্দিক পান্ডিয়ার দখলে।

ডিবিসি/এফএইচআর 

আরও পড়ুন