খেলাধুলা, ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চণ্ডীগড়ে কাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিতে চায় স্বাগতিক ভারত। অন্যদিকে, প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারের পর সিরিজে সমতা ফেরাতে মরিয়া হয়ে মাঠে নামবে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ১০১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৭৪ রানেই গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ভারতের বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।

 

ব্যাট হাতে ২৮ বলে অপরাজিত ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলে এবং ১টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন হার্দিক পান্ডিয়া। শর্টার ফরম্যাটে দুর্দান্ত ছন্দে থাকা ভারত চণ্ডীগড়ের স্লো পিচের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে ২-০তে লিড নিতে চায়।

 

বিপরীত চিত্র দক্ষিণ আফ্রিকা শিবিরে। শেষ পাঁচ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের জয় মোটে একটি। তাই আজকের ম্যাচটি তাদের জন্য সিরিজে টিকে থাকার লড়াই।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন