আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেথ ওভারে ডট বলের বিশ্বরেকর্ড করেছেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডেথ ওভারে ৩০০ ডট বল করেছেন কাটার মাস্টার। এই তালিকায় মুস্তাফিজের ধারে কাছেও নেই কেউ।
টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের জন্য ডট বল করাটা পরম আরাধ্য বিষয়। আর ডেথ ওভারে ব্যাটাররা যখন রুদ্রমূর্তি ধারণ করে বাউন্ডারির সীমানা ছাড়া করতে চান প্রতি বলেই, তখন ডট বল হয়ে ওঠে আরও মূল্যবান। ক্রিকেটের শর্টার ফরম্যাটে সেই ডেথ ওভারে ডট বল আদায় করার হিসেবে বিশ্বরেকর্ড করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির ডেথ ওভারে ২৯৩ ডট বল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নেমেছিলেন দ্যা ফিজ। প্রথম টি-টোয়েন্টিতে ১৬ ও ১৮তম ওভারে ৭টি ডট বল করেছেন এই কাটার মাস্টার, আর তাতেই বিশ্বরেকর্ড। ডেথ ওভারে ৩০০ ডট বল নিয়ে সবার উপরে এখন মুস্তাফিজ। এই বা হাতি পেসারের ধারে কাছেও নেই কেউ। দ্বিতীয় স্থানে থাকা ইংলিশ পেসার ক্রিস জর্ডানের ডেথ ওভারে ডট বলের সংখ্যা ২৪১টি। সাম্প্রতিক সময়ে সবচেয়ে কার্যকরী ডেথ বোলারের তকমা পাওয়া ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ ২০৮টি ডট বল নিয়ে আছেন পাঁচ নম্বরে।
শুধু ডট বলেই নয়, মুস্তাফিজের সামনে এখন ডেথ ওভারে উইকেট শিকারেও বিশ্বরেকর্ড গড়ার হাতছানি। ১০৭ টি টোয়েন্টিতে ১৬ থেকে ২০তম ওভারের মাঝে ফিজের শিকার ৬৩ উইকেট, বিশ্বরেকর্ড গড়তে এই বা হাতি পেসারের দরকার মাত্র ৩ উইকেট। শীর্ষে থাকা নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির উইকেট ৬৫টি, ম্যাচ খেলেছেন কাটার মাস্টারের চেয়ে ১৯টি বেশি। আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নেয়া মুস্তাফিজই বাংলাদেশকে জয়ের কক্ষপথে রেখেছিলেন। ডেথ ওভারে ডটবলের এই বিশ্বরেকর্ড নিঃসন্দেহে এই কাটার মাস্টারকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে।
ডিবিসি/ রাসেল