খেলাধুলা, ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মিচেল স্টার্কের

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫১:১৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন অ্যাশেজ সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের আকস্মিক ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান পেস বোলার মিচেল স্টার্ক।

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দিতেই ৩৫ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

 

অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে ৭৯টি উইকেট শিকার করেছেন স্টার্ক, যা অজি বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তার সামনে আছেন কেবল স্পিনার অ্যাডাম জাম্পা।

 

মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া এক বিবৃতিতে স্টার্ক বলেন, 'টেস্ট ক্রিকেট সবসময়ই আমার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল এবং থাকবে। আমি অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি, বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপ জয় ছিল অসাধারণ।'

 

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, 'সামনে ভারতে টেস্ট সফর, অ্যাশেজ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আছে। আমি মনে করি, ওই সিরিজগুলোতে নিজেকে সতেজ, ফিট এবং সেরা ফর্মে রাখার জন্য এটাই আমার সেরা উপায়। এই সিদ্ধান্তটি পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন বোলিং গ্রুপকে প্রস্তুত হওয়ারও সুযোগ করে দেবে।'

 

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে স্টার্ককে রাখা হয়নি।

 

জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি স্টার্কের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রশংসা করে বলেন, 'অস্ট্রেলিয়ার হয়ে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে মিচের অত্যন্ত গর্বিত হওয়া উচিত। সে ২০২১ সালের বিশ্বকাপ জয়ী দলের একজন অবিচ্ছেদ্য সদস্য ছিল এবং উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে তার অসাধারণ দক্ষতা ছিল।'

 

তিনি আরও যোগ করেন, স্টার্ক যতদিন সম্ভব টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান, যা দলের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।

 

তথ্যসূত্র আল জাজিরা।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন