খেলাধুলা, ক্রিকেট

টি-২০’তে তাসকিনের উইকেটের সেঞ্চুরি!

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৫শে সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৩:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করলেন এই ডানহাতি পেসার।

পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানকে আউট করে তাসকিন এই অনন্য কীর্তি গড়েন। এর মধ্য দিয়ে তিনি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পাশে নিজের নাম লেখালেন, যারা তার আগে বাংলাদেশের হয়ে এই মাইলফলক অর্জন করেছেন।

 

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটেছিল এই স্পিডস্টারের। তারপর থেকে বাংলাদেশ দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। আজকের ম্যাচের আগে ৮১টি ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ছিল ৯৯টি। 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন