কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পাশে থেকে বন্যহাতির বাচ্চার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের ((২৬ নম্বর)) শালবন রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী ছড়া থেকে উদ্ধার করা হয় মৃত বন্যহাতির বাচ্চাটি।
পুলিশ ও এপিবিএন জানায়, পাহাড়ী ছড়ার পানিতে বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে এপিবিএন ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
ধারণা করা হচ্ছে, হাতিটি অন্তত ২/১ দিন আগে মৃত্যু হয়েছে। বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।