মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের জীবন বাঁচাতে লড়াই করছেন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিনস) চিকিৎসকরা। বর্তমানে শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেকানিক্যাল ভেন্টিলেশন বা কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে।
চিকিৎসকদের দেয়া তথ্যমতে, গুলির আঘাতে হুজাইফার মস্তিষ্কের রক্তনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা স্বাভাবিক রক্ত চলাচলে ব্যাঘাত ঘটিয়ে স্ট্রোকের মতো জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশেষ করে মস্তিষ্কের ডান পাশে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হুজাইফার একটি জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। সে সময় মস্তিষ্কের ভেতরে ক্রমবর্ধমান চাপ কমানোর উদ্দেশ্যে তার মাথার খুলির ডান পাশের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে খুলে রাখা হয়। বর্তমানে শিশুটির জ্ঞানমাত্রা বা গ্লাসগো কোমা স্কেল ১৫-এর মধ্যে মাত্র ৭ পয়েন্টে অবস্থান করছে, ডাক্তারি ভাষায় যেটি অত্যন্ত সংকটাপন্ন একটি পর্যায়।
ডিবিসি/এফএইচআর