কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে নামাজরত অবস্থায় শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম (৪৫) ওই এলাকার বাসিন্দা মো. রফিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মনোয়ারা বেগম নিজ ঘরে নামাজ আদায় করছিলেন। এ সময় পারিবারিক বিরোধের জেরে তার পুত্রবধূ ছেনুয়ারা বেগম (২২) ধারালো দা দিয়ে শাশুড়ির ঘাড়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ি ও টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেনুয়ারা বেগমকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত কাঠের হাতলযুক্ত একটি দা জব্দ করা হয়।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, বাহারছড়া ফাঁড়ি ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেনুয়ারা বেগমকে আটক করেছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত দা জব্দ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/আরএসএল