কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন মানবপাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা শিশুসহ সাতজনকে উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাহারছড়ার পাহাড়ে এই অভিযান চালানো হয়। সংঘবদ্ধ পাচারকারী চক্রটি ভুক্তভোগীদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পাহাড়ে আটকে রেখেছিল এবং মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। আটককৃতদের তথ্যের ভিত্তিতে পরে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
ডিবিসি/পিআরএএন