কক্সবাজারের টেকনাফে দেড় লাখ টাকা মুক্তিপণ নিয়ে অপহৃত অটোরিকশা চালককে ছেড়ে দেওয়ার ঘটনায় জড়িত অপহরণ চক্রের পাঁচ সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৮ই জুলাই) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন থেকে অটোরিকশা চালক পাভেল চাকমাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং দেড় লাখ টাকার বিনিময়ে শুক্রবার বিকালেই তাকে ছেড়ে দেয়।
এই ঘটনার পর পুলিশ অপহরণকারীদের ধরতে অভিযান শুরু করে। শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের লামার বাজার সংলগ্ন মেরিন ড্রাইভ থেকে চকরিয়াগামী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, যাদেরকে অপহৃত পাভেল চাকমা শনাক্ত করেছেন।
গ্রেপ্তারকৃতরা সবাই চকরিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন আব্বাস উদ্দিন (৪২), সাকিবুল ইসলাম (২২), ফরহাদ মিয়া (১৯), মো. রবিউল হোসেন (২৭) এবং মো. তাওসিফ (১৯)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান এবং তিনটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হচ্ছে। উল্লেখ্য, কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
ডিবিসি/এমএআর