বাংলাদেশ, জেলার সংবাদ

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে ২ বাংলাদেশি কিশোর আহত

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্তে এই ঘটনা ঘটে।

আহতরা হলো-টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)।

 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র স্থানীয়দের বরাতে জানান, মঙ্গলবার সকালে সোহেল ও আব্দুল্লাহ নাফ নদীর জিমংখালী ও কাঞ্জর পাড়া সীমান্তে মাছ ধরতে যায়। একপর্যায়ে মিয়ানমারের ওপার থেকে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা দুজনেই গুলিবিদ্ধ হয়।

 

পুলিশ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র আরও জানান, আহতদের মাথা, হাত ও পায়ে গুলির আঘাত লেগেছে। তবে আঘাতের ধরণ দেখে ধারণা করা হচ্ছে, এগুলো কোনো ভারী অস্ত্রের গুলি নয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

 

সীমান্তে আরাকান আর্মির গুলিবর্ষণের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ১৩ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্তে আরাকান আর্মির গুলিতে সুমাইয়া হুজাইফা (১১) নামের এক শিশু গুরুতর আহত হয়। 

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন