বাংলাদেশ, জেলার সংবাদ

টেকনাফ সীমান্তে স্থলমাইনের ‘প্রেশার প্লেট’ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকার মিয়ানমার সীমান্ত থেকে স্থলমাইনের ‘প্রেশার প্লেট’ (চাপ প্লেট) বা অগ্রভাগ উদ্ধার করেছে সেনাবাহিনী ও বিজিবি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মিয়ানমার সীমান্তের হোয়াইক্যং উলুবনিয়া এলাকা থেকে এসব সরঞ্জাম উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন উখিয়ার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।


বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকা থেকে স্থলমাইনের প্রেশার প্লেটের মতো বেশ কয়েকটি অংশ পাওয়া গেছে। তবে উদ্ধারকৃত সরঞ্জামগুলোতে কোনো বিস্ফোরক ছিল না। তবুও বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি।


সূত্রে জানায়, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ওই এলাকায় যৌথ অভিযান চালিয়ে আনুমানিক ৫০-৬০টি প্রেশার প্লেট উদ্ধার করেন। উদ্ধারকৃত সরঞ্জামগুলো বর্তমানে হোয়াইক্যং বিজিবি ফাঁড়িতে রাখা হয়েছে।


বিজিবি সূত্রে জানা গেছে, একটি পূর্ণাঙ্গ স্থলমাইনের সাধারণত চারটি প্রধান অংশ থাকে। উদ্ধার হওয়া অংশটি হলো ‘প্রেশার প্লেট’ বা অগ্রভাগ, যা মূলত মাটির উপরে বা সামান্য নিচে বসানো থাকে এবং এর ওপর চাপ পড়লে মাইনটি সক্রিয় হয়।


সীমান্তে এ ধরনের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানা যায়।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন