আন্তর্জাতিক, আমেরিকা

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেল ১৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৫ই জুলাই ২০২৫ ০৮:১৮:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এছাড়াও নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ২৩ জনের মতো শিশু।

শুক্রবার  জুলাই) টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলের গুয়াদালুপে নদীর তীরে প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিয়ে গিয়ে নিখোঁজ হয় তারা। নৌকা ও হেলিকপ্টার নিয়ে তাদের খোঁজে নামে জরুরি বিভাগ।

 

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা কের কাউন্টির কিছু অংশে আকস্মিক বন্যা জরুরি অবস্থা ঘোষণা করেছে। টেক্সাস হিল কান্ট্রিতে অবস্থিত এই এলাকা সান আন্তোনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল (১০৫ কিমি) উত্তর-পশ্চিমে। প্রবল বজ্রঝড়ের সঙ্গে টানা ভারী বৃষ্টিতে সেখানে এক ফুট পর্যন্ত বৃষ্টি হয়।

 

কের কাউন্টির শেরিফ ল্যারি লাইথা সাংবাদিকদের জানান, বন্যার কারণে এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আমার মনে হয়, সবকিছু শেষ হলে সংখ্যাটা আরও বাড়বে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন