আন্তর্জাতিক, আমেরিকা

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৬ই জুলাই ২০২৫ ০৮:৫৩:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে । এর মধ্যে ১৫ শিশু আছে এছাড়াও এ ঘটনায় নিখোঁজ আছেন অনেকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ওই এলাকার অন্যান্য কাউন্টি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ট্রাভিস কাউন্টির পাবলিক ইনফরমেশন অফিসার হেক্টর নিয়েতো জানিয়েছেন, সেখানে বন্যায় চারজনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন নিখোঁজ আছেন।

 

কর্মকর্তারা জানিয়েছেন, সান অ্যান্টোনিও থেকে প্রায় ১৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে গুয়াদালুপে নদীর আশেপাশের এলাকায় আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিপাতের পর ৮৫০ জনের বেশি লোককে উদ্ধার করা হয়। তথ্যসূত্র: রয়টার্স

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন