বাংলাদেশ টেনিস ফেডারেশনের অব্যবস্থাপনা নিয়ে খেলোয়াড়দের মধ্যে তীব্র অসন্তুষ্ট দেখা দিয়েছে। ক্যাম্প চলাকালে একরুমে গাদাগাদি করে থাকা এবং নিম্নমানের খাবার সরবরাহসহ বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন তারা। তবে এসব অব্যবস্থাপনার কথা জানেন না বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন।
খেলোয়াড়দের অভিযোগ, তাদের আবাসন ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল। বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে এবং নিম্নমানের খাবার খেতে হচ্ছে। এমনকি খেলোয়াড়দের জন্য তৈরি করা আইস বাথটিও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। যদিও এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের কোচ অমল রায়।
অন্যদিকে, দেশের একমাত্র জাতীয় টেনিস কমপ্লেক্সের অবস্থাও জরাজীর্ণ। গ্যালারিতে জমেছে শ্যাওলা, সামান্য বৃষ্টিতেই কোর্টে পানি জমে খেলা বন্ধ হয়ে যায়। কোর্টের উপর শেড নির্মাণের কাজও অর্থের অভাবে আটকে আছে। এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন জানান, গণমাধ্যমের কাছ থেকে তিনি প্রথম এসব অভিযোগ সম্পর্কে জেনেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অর্থ বরাদ্দ পেলেই শেড নির্মাণের কাজ শুরু হবে।
আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এসএ গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা না গেলে এই অভিজাত খেলাটি থেকে ভালো ফলাফল আশা করা কঠিন।
ডিবিসি/ এইচএপি