টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৭) গঠন করা হয়েছে। কমিটিতে একুশে টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনি পুনরায় সভাপতি, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক এবং সময় টেলিভিশনের ইশতিয়াক আহম্মেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে নগরীর কান্দিরপাড়ে সংগঠনের এক সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে আরটিভির গোলাম কিবরিয়া সিনিয়র সহ-সভাপতি, যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকন সহ-সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেন ও মাছরাঙ্গা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল সহ-সাধারণ সম্পাদক হয়েছেন।
এছাড়া এখন টিভির মাসুদ আলম অর্থ সম্পাদক, নিউজ টুয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিন দপ্তর সম্পাদক এবং এশিয়ান টিভির রেজাউল করিম রাসেল প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, দেলোয়ার হোসাইন আকাইদ, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তানভীর খন্দকার দিপু, মাই টিভির আবু মুসা, বাংলা টিভির আরিফ মজুমদার এবং এনটিভির মাহফুজ নান্টু।
ডিবিসি/এনএসএফ