পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো 'ক্যামেরা ট্রায়াল' বা রুদ্ধদ্বার বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি এই বিশেষ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সাক্ষীর পরিচয় গোপন ও সুরক্ষা নিশ্চিত করতেই গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার রাখা হয়নি।
এদিকে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, ডা. দীপু মনি, সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ ১৮ জন সাবেক মন্ত্রী, রাজনীতিক, বিচারপতি ও আমলাকে। রাষ্ট্রপক্ষ জানায়, ওবায়দুল কাদেরসহ ৪৫ জনকে আসামি করে দায়ের করা আলোচিত মামলার তদন্ত শেষ করতে ট্রাইব্যুনাল আগামী ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। এদিন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে আসেন তাঁর অসুস্থ স্বামী ও জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ।
ডিবিসি/পিআরএএন