আন্তর্জাতিক

ট্রাম্পকে ব্যঙ্গ করে ডেনমার্কে জনপ্রিয় ‘আমেরিকা হটাও’ টুপি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গ্রিনল্যান্ড দখলের মার্কিন হুমকির প্রতিবাদে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে অভিনব এক প্রতিবাদ শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত নির্বাচনী স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ -কে ব্যঙ্গ করে তৈরি ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’ (আমেরিকা বিদায় হোক) লেখা লাল টুপির জনপ্রিয়তা এখন তুঙ্গে।

অভিনব প্রতিবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জন্য চাপ প্রয়োগ করায় ডেনিশ নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ক্ষোভ থেকেই কোপেনহেগেনের ভিন্টেজ কাপড়ের দোকান মালিক জেসপার রাবে টনেসেন এই ব্যঙ্গাত্মক লাল বেসবল ক্যাপ বা টুপি তৈরি করেন। 

 

শুরুতে ২০২৪ সালে এই টুপিগুলো খুব একটা সাড়া না ফেললেও, সম্প্রতি ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড নিয়ে তাদের সুর চড়া করার পর এর চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে।

 

দোকান মালিক টনেসেন বলেন, যখন আমেরিকার একটি প্রতিনিধি দল গ্রিনল্যান্ডে গেল, তখন আমরা বুঝলাম এটি কোনো কৌতুক নয়, বরং বাস্তব। তখন আমি ভাবলাম, মজার ছলে কীভাবে কঠোর বার্তা দেওয়া যায় এবং ডেনিশ জনগণকে গ্রিনল্যান্ডের মানুষের পাশে দাঁড় করানো যায়?।

 

এই টুপিগুলোর প্রাথমিক সংস্করণে একটি চতুর শব্দজট ব্যবহার করা হয়েছিল, "Nu det NUUK!"। এটি ডেনিশ ফ্রেজ "Nu det nok" (যার অর্থ, এবার থামো বা অনেক হয়েছে)-এর একটি প্যারোডি, যেখানে গ্রিনল্যান্ডের রাজধানী ‘নুক’ (Nuuk)-এর নাম ব্যবহার করা হয়েছে।

 

সাপ্তাহিক ছুটির দিনে কোপেনহেগেনে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে হাজারো মানুষ এই লাল টুপি পরে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পতাকার পাশাপাশি ‘নো মিনস নো’ (না মানে না) এবং ‘মেক আমেরিকা স্মার্ট এগেইন’-এর মতো প্ল্যাকার্ড দেখা যায়।

 

বিক্ষোভে অংশ নেওয়া লার্স হারম্যানসেন নামের এক ব্যক্তি বলেন, আমি গ্রিনল্যান্ডের প্রতি সমর্থন জানাতে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে যে আমি পছন্দ করি না, তা বোঝাতেই এই টুপি পরেছি। 

 

আরেক বিক্ষোভকারী ক্রিশ্চিয়ান বোয়ে বলেন, গ্রিনল্যান্ডবাসীরা এখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের দেশ দখলের হুমকি দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

 

তথ্যসূত্র দ্য গার্ডিয়ান

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন