খেলাধুলা, ফুটবল

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তীব্র সমালোচনার ফিফা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার দীর্ঘদিনের নীতি থাকা সত্ত্বেও, বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা র প্রধান জিয়ান্নি ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার প্রদান করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সমালোচকরা এই পুরস্কারকে "কুরুচিপূর্ণ" এবং "লজ্জাজনক" বলে অভিহিত করেছেন এবং ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ফিফা সাধারণত ফুটবলারদের রাজনৈতিক বার্তা প্রদর্শনের জন্য শাস্তি দিয়ে থাকে। কিন্তু সংস্থাটির প্রধান ইনফান্তিনো শুক্রবার (০৫ই ডিসেম্বর) রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের হাতে এই নতুন পুরস্কার তুলে দেন।

 

সমালোচকদের মূল বক্তব্য হলো, ক্যারিবিয়ান সাগরে ট্রাম্প প্রশাসনের আরেকটি প্রাণঘাতী বিমান হামলার ঘটনার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এই পুরস্কার দেওয়া হলো।

 

জাতিসংঘের সাবেক কর্মকর্তা ক্রেগ মোকহাইবার, যিনি ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক কার্যক্রমের জন্য বিশ্ব ফুটবল থেকে ইসরায়েলকে সাময়িকভাবে বরখাস্ত করার পক্ষে প্রচার চালাচ্ছেন, তিনি ট্রাম্পকে এই পুরস্কার দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে এটিকে সত্যিই লজ্জাজনক ঘটনা বলে অভিহিত করেছেন।

 

ইনফান্তিনো ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অস্বীকার করে যুক্তি দিয়েছিলেন যে ফুটবল "ভূ-রাজনৈতিক" বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। অথচ, মোকহাইবার অভিযোগ করেছেন যে ইনফান্তিনো এখন ডোনাল্ড ট্রাম্পের অনুগ্রহ লাভের জন্য এই নতুন পুরস্কারটি তৈরি করেছেন। 

 

তাঁর মতে, এই পুরস্কারের লক্ষ্য হলো ইসরায়েলের প্রতি ট্রাম্পের সমর্থন, ক্যারিবিয়ান সাগরে হামলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মানবধিকারের গুরুতর লঙ্ঘন এর মতো ট্রাম্পের লজ্জাজনক রেকর্ড আড়াল করা।

 

পুরস্কার প্রদানকালে ইনফান্তিনো ট্রাম্পের আন্তর্জাতিক চুক্তির প্রশংসা করেন, যার মধ্যে আব্রাহাম চুক্তিও রয়েছে।

 

ইনফান্তিনো বলেন, আমরা একজন নেতার কাছ থেকে এটাই চাই, একজন নেতা যিনি মানুষের প্রতি যত্নশীল... মিস্টার প্রেসিডেন্ট, আপনি নিশ্চিতভাবে প্রথম ফিফা শান্তি পুরস্কারের যোগ্য।

 

অন্যদিকে, নোবেল শান্তি পুরস্কার পেতে ব্যর্থ হওয়া ট্রাম্প ফিফার এই স্বীকৃতিকে তাঁর পাওয়া মহান সম্মানগুলোর মধ্যে একটি বলে দাবি করেন। তিনি পুনরায় দাবি করেন তাঁর নেতৃত্ব লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে এবং আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছে।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন