মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক সংক্রান্ত বিবাদ মেটাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গোপন পরামর্শ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এই বিষয়ে আলোচনার জন্য অতি শীঘ্রই ভারত সফর করবেন।
নেতানিয়াহু ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শুল্ক সমস্যা দ্রুত সমাধানের ওপর জোর দেন। তিনি মনে করেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি অত্যন্ত শক্তিশালী এবং এই সমস্যার সমাধান উভয়ের জন্যই মঙ্গলজনক হবে। যেহেতু দুটি দেশই ইসরায়েলের বন্ধু, তাই তাদের সুসম্পর্ক ইসরায়েলের জন্যও ইতিবাচক। সম্প্রতি ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্প দুজনেই তাঁর খুব ভালো বন্ধু। তাই ট্রাম্পকে সামলানোর কৌশল নিয়ে তিনি মোদিকে কিছু পরামর্শ দিতে চান, যা তিনি গোপনে দেবেন।
এই আলোচনায় ফিলিস্তিনের গাজা পরিস্থিতি এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের প্রসঙ্গও উঠে আসে। নেতানিয়াহু জানান, পূর্বে ভারতের চালানো একটি অভিযানের জন্য ইসরায়েল যে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল, সেগুলো কার্যকর প্রমাণিত হয়েছে। গাজা নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট করেন, গাজা ভূখণ্ড দখল করার কোনো উদ্দেশ্য তাঁদের নেই। মূল লক্ষ্য হলো হামাসকে নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করা।
উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর ট্রাম্প প্রশাসন শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। এর মধ্যে ২৫ শতাংশ কার্যকর হয়েছে এবং বাকি ২৫ শতাংশ শীঘ্রই কার্যকর হবে। এই পরিস্থিতিতে ট্রাম্প ভারতের সঙ্গে নতুন করে কোনো বাণিজ্য আলোচনায় বসতে রাজি নন এবং চলমান উত্তেজনার সমাধান না হওয়া পর্যন্ত কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
ডিবিসি/এফএইচআর