আন্তর্জাতিক, আমেরিকা

ট্রাম্পের অভিশংসন তদন্তের শুনানি সরাসরি সম্প্রচার

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ০৬:৩৭:১৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী সপ্তাহে প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের শুনানি করার ঘোষণা করেছে মার্কিন হাউজ অফ কংগ্রেস।

স্থানীয় সময় বুধবার, তদন্ত কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফ এ তথ্য জানিয়েছেন। ক্যাপিটল হিলের এই শুনানিতে ডেমোক্রেট এবং রিপাবলিকান আইনজীবীরা সাক্ষীদের যা জিজ্ঞাসাবাদ করবেন তা সরাসরি সম্প্রচার করা হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা শুনানিতে সাক্ষ্য দেবেন। এরা হলেন: ইউক্রেনের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত বিল টেইলর, ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অব স্টেট জর্জ কেন্ট ও ইউক্রেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মেরি যোভানোভিচ, যিনি ট্রাম্পের কারণে তার নির্ধারিত সময়ের আগেই গত মে মাসে পদত্যাগ করে ফিরে এসেছিলেন।

গত সেপ্টেম্বরে, গোয়েন্দা কর্মকর্তা হুইসেল ব্লোয়ার অভিযোগ দায়ের করার পরে এই অভিশংসনের তদন্তের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আরও পড়ুন