আন্তর্জাতিক, আমেরিকা

ট্রাম্পের 'ওয়ান বিগ বিউটিফুল বিল' ঘিরে যুক্তরাষ্ট্রে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৩০শে জুন ২০২৫ ১০:২৬:৪১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে নিজের রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করতে কংগ্রেসে একটি যুগান্তকারী বিল পাসের উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্বাধীনতা দিবস, অর্থাৎ ৪ঠা জুলাইয়ের আগেই এই বিলকে আইনে পরিণত করে বড় ধরনের বিজয় উদযাপনের পরিকল্পনা করছেন তিনি।

ট্রাম্পের নিজস্ব ব্র্যান্ডিং এবং উস্কানিমূলক বাগাড়ম্বরের ছাপ বহনকারী এই বিলের নাম দেওয়া হয়েছে "ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট"। এই বিলকে দেখা হচ্ছে দ্বিতীয় মেয়াদের ট্রাম্প প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের প্রচেষ্টা হিসেবে। বিশ্লেষকরা বলছেন, একদিকে ব্যাপক নির্বাহী ক্ষমতার ব্যবহার এবং অন্যদিকে এই ধরনের আইন পাসের মাধ্যমে ট্রাম্প দীর্ঘস্থায়ী পরিবর্তনের একটি কাঠামো তৈরি করতে চাইছেন।

 

বিলটি এর বিষয়বস্তুর কারণেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে একদিকে যেমন বিশাল অঙ্কের কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে, তেমনই অন্যদিকে সামাজিক সুরক্ষা খাতের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানোর কথা বলা হয়েছে। এই পদক্ষেপের সুদূরপ্রসারী রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে ইতোমধ্যেই দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

 

তথ্যসূত্র সিএনএন

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন