মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নামে বাজারজাত করা পণ্যের তালিকায় এবার যুক্ত করেছেন সুগন্ধি। এই পদক্ষেপের ফলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে যে, তিনি প্রেসিডেন্ট পদের বিপুল প্রভাবকে ব্যবহার করে এমন সব পণ্য বিক্রি করছেন যা তাকে এবং তার পরিবারকে আর্থিকভাবে লাভবান করছে।
নিউ ইয়র্কের সাবেক এই রিয়েল এস্টেট ব্যবসায়ী, যিনি চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেছেন, চলতি সপ্তাহে ঘোষণা করেছেন যে তার ব্র্যান্ডের নামে পুরুষদের জন্য নতুন কোলন এবং নারীদের জন্য পারফিউম এখন বাজারে পাওয়া যাচ্ছে।
এই ঘোষণার পরেই সমালোচকরা প্রশ্ন তুলেছেন, একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট কীভাবে তার পদের প্রভাব খাটিয়ে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করতে পারেন। তাদের মতে, এটি প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার এবং এর ফলে একটি সুস্পষ্ট স্বার্থের সংঘাত (conflict of interest) তৈরি হচ্ছে। প্রেসিডেন্টের দপ্তরের যে প্রভাব রয়েছে, তা জনস্বার্থের পরিবর্তে ব্যক্তিগত ব্যবসার প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পণ্য বাজারজাত করার ইতিহাস দীর্ঘ। এর আগেও তার নামে হোটেল, গলফ কোর্স, স্টেক, মিনারেল ওয়াটার এমনকি টাই পর্যন্ত বাজারে এসেছে।
তথ্যসূত্র রয়টার্স।
ডিবিসি/এমইউএ