যুক্তরাষ্ট্র বর্তমান বৈশ্বিক ব্যবস্থা ধ্বংসে বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভল্টার স্টাইনমাইয়ার।
স্থানীয় সময় বৃহস্পতিবার বার্লিনে এক অনুষ্ঠানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলেন, বৈশ্বিক গণতন্ত্র বর্তমানে যেভাবে আক্রমণের শিকার হচ্ছে, অতীতে এমন নজির নেই।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি হতাশা প্রকাশ করেন। জার্মান প্রেসিডেন্ট উল্লেখ করেন, যে যুক্তরাষ্ট্র একসময় বর্তমান বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করেছিল, তারাই এখন সেই মূল্যবোধ থেকে সরে যাচ্ছে।
ডিবিসি/কেএলডি