এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে আলোচিত বিল—তথাকথিত “ওয়ান বিগ, বিউটিফুল বিল”—এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই বিতর্কিত বিলটি যদি মার্কিন সেনেটে পাস হয়, তবে তিনি "আমেরিকা পার্টি" নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন।
মাস্ক এই বিলটিকে "উন্মাদনাপূর্ণ" এবং রক্ষণশীল আর্থিক নীতির সাথে বিশ্বাসঘাতকতা বলে আখ্যায়িত করেছেন। তিনি সতর্ক করে বলেন, এই বিলের আওতায় রেকর্ড ৫ ট্রিলিয়ন ডলারের ঋণসীমা বৃদ্ধি সাধারণ আমেরিকানদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং রিপাবলিকান পার্টি যে ডেমোক্র্যাটদের থেকে ভিন্ন নয়, তা উন্মোচিত করবে।
মঙ্গলবার (৩০শে জুন) সকালে তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (X)-এ এক পোস্টে মাস্ক বলেন, "এই বিলের উন্মাদনাপূর্ণ খরচের বহর দেখেই স্পষ্ট বোঝা যায় যে আমরা এখন একটি মাত্র দলের দেশে বাস করছি—আর তা হলো ‘পর্কি পিগ পার্টি’!! সময় এসেছে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠন করার, যা প্রকৃতপক্ষে জনগণের কথা চিন্তা করে।"
তথ্যসূত্র দা ইকোনোমিক টাইমস।
ডিবিসি/এমইউএ